1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ঈশ্বরদীতে এমপি নুরুজ্জামান বিশ্বাসের উদ্যোগে আনন্দ মিছিল-উল্লাস ও মিষ্টি বিতরণ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধার মৃত্যু হয় মুন্সীগঞ্জে মামলার রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশকে স্বীকৃতি জেলা পুলিশ সুপার কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন বিশ্বম্ভরপুরে এফআইভিডিবি বিএইচএ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত না‌জিরপুরে ২ রোহিঙ্গা যুবককে আটক বীরগঞ্জে দারুল হুদা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে ঘরের ছাদে কমলা চাষ করে সফল ডা: সুহিত রঞ্জন নরসিংদী পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মহসিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেছারাবাদে এক কৃষক লোককে নিয়ে ব্যবসায়ির নানা অপপ্রচার

ঈশ্বরদীতে এমপি নুরুজ্জামান বিশ্বাসের উদ্যোগে আনন্দ মিছিল-উল্লাস ও মিষ্টি বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম হস্তান্তরকে ঘিরে শহর জুড়ে বইছে আনন্দ মিছিল-উল্লাস ও মিষ্টি বিতরণ। ঈশ্বরদী শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি ঈশ্বরদী শহরের বাজারের ১ নম্বার গেটে গিয়ে শেষ হয়। ঈশ্বরদী আটঘরিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের উদ্যোগে এই আনন্দ মিছিলটি বের করেন দলের পক্ষ থেকে। উক্ত আনন্দ মিছিলে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা। এছাড়াও আনন্দ মিছিলে
উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক জালাল উদ্দীন তুহিন, বন ও পরিবেশ বিষক উপ-কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুজ্জামন মিতুল, জ্বালানি ও খনিজ বিষয়ক উপ-কমিটির সদস্য মোফাজ্জল হোসেন, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নায়েক আব্দুল কাদের, পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল আলম পাঁখি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা,
ঈশ্বরদী ট্রাক ও কাভার্ড ভ্যান সমিতির সভাপতি আজাহার আলী মালিথা, আওয়ামীলীগ নেতা মফিকুল ইসলাম মুকুল, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জিএস মাসুদ রানা, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির সুযোগ্য পুত্র ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলন, ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সজিব মালিথা, ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকী, ঈশ্বরদী পৌর মহিলা লীগের সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন, নারীনেত্রী পারভিন আক্তার, যুবলীগ নেতা আমজাদ হোসেন অবুজ, ঈশ্বরদী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ হাবিব, যুবলীগ নেতা আব্দুর সাত্তার, যুবলীগ নেতা জুয়েল রানা, সাবেক ছাত্রলীগ নেতা মিজান মালিথা, যুবনেতা কামাল বিশ্বাস, ঈশ্বরদী পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুশো, ঈশ্বরদী পৌর যুবলীগের সম্রাট, আকমল, আসাদুল ইসলাম, শোভন সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ সময় মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর কোন পরাশক্তির কাছে মাথা নত করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তাই সকল বাঁধা-বিপত্তিকে মোকাবেলা করে আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ইউরেনিয়াম সফল ভাবে হস্তান্তর করায় এই জনপদের মানুষ আবেগে আপ্লুত। এর আগে এই অনুষ্ঠানে ঈশ্বরদীতে ভার্চুয়ালি যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ ফেডারেশনের মাহামান্য রাষ্টপ্রতি পুতিন। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি আরো বলেন, ‘ফ্রেশ নিউকিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তরের না মাধ্যমে আমরা বিশ্বের ৩৩তম পারমাণবিক দেশের মর্যাদা অর্জণ করেছি এবং এ স্বপ্ন বঙ্গবন্ধু আমাদেরকে দেখিয়েছিলেন। তাঁর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেই স্বপ্ন পূরণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন। তাই আমাদের আনন্দ ও অনুভূতি সকল স্তরের মানুষকে সাথে নিয়ে প্রকাশ করছি। এই জনপদের মানুষ পূর্বেও যেমন শেখ হাসিনার পাশে ছিলেন, আগামীতেও থাকবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। পরে আনন্দ মিছিল শেষে ঈশ্বরদী পৌর শহরের বাজার, পুরাতন টেম্পু স্টান্ড ও সিএনজি চালক সহ রিকশা চালকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি