আমাদের যশোর জেলার অভয়নগর থানার মধ্যপুর ও শংকরপাশা গ্রামে কিছু মানুষ টানা বর্ষনের কারনে বাড়ি ঘর তলিয়ে শুরু হয়েছিল দুর্ভোগ, পানি যাবার কোন পরিস্থিতি বা জায়গা ছিল না,অবশেষে আমাদের মধ্যপুর ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ জনি মোল্যা ও শংকরপাশা ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক, তারা দু' জন মিলে আলোচনা করে গ্রামবাসির উদ্যোগে তাদেরকে নিয়ে পানি বের হবার লাইন সংযুক্ত করেন,এতে করে এলাকায় তাদের মানবিকতা সহ সবার কাছে সামনের দিনে ভালবাসার পাত্র হয়ে থাকবে,এলাকা বাসির সেই প্রত্যাশা,
রিপোটার অভয়নগর থানা মাহাদি হাসান মেহেদি