গতকাল ৯ অক্টোবর সোমবার জেলা পুলিশ, বগুড়ার আয়োজনে বগুড়ার করতোয়া নদীর এসপি ঘাট থেকে বেজোড়া ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
করতোয়া নদীর তীরে আড়াইহাজার বছর পূর্বে গড়ে উঠেছিলো প্রাচীন সভ্যতা পুন্ড্রনগর। কালের বিবর্তনে বগুড়া শহরও গড়ে উঠে করতোয়া নদীর ধারে। একদা প্রমত্তা করতোয়া তার জৌলুস ও নাব্যতা হারিয়ে দখল-দূষণে পর্যুদস্ত। মৃতপ্রায় করতোয়ার প্রাণ ফেরাতে জেলা পুলিশ বগুড়া আয়োজনে নৌকা বাইচের প্রতিপাদ্য “নদী বাঁচলে, পরিবেশ বাঁচবে।”
করতোয়া নদীর দু’পাড়ে হাজার হাজার মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে এই আয়োজন মিলনমেলায় রূপ নেয়। আল্লাহ ভরসা, কিংরাজ, বিজয় নিশান, উড়াল পঙ্খী, একাত্তরের বিজয়, ইনশাল্লাহ, সততা ও রাখে আল্লাহ মারে কে এই ৮টি দল অংশ নেয়। তুমুল প্রতিযোগিতার মধ্যে উড়ালপঙ্খী ১ম স্থান অধিকার করে, ২য় হয় সততা এবং ৩য় কিংরাজ। ১ম স্থান অধিকারীকে ১টি গরু, ট্রফি, রাইস কুকার ও ২য় এবং ৩য় স্থান অধিকারীদের ১টি করে ছাগল, ট্রফি, রাইস কুকার প্রদান করা হয়।