মোঃশাহাআলম উজিরপুর :
আজ ভোর ৫টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি গাড়ি ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর থানার শিকারপুর মুনডাপাশায় নসিমনের সাথে দুঘটনার শিকার হয়।সাকুরা পরিবহন ও নসিম সংঘর্ষে শিকার হয় ও দুই জন নিহত হয়।নিহিত পরিচয় পাওয়া গেছে নিহতরা হলেন নসিমন চালক রুবেল ও বাসের হেলপার সোহরাব
খোঁজ নিয়ে জানা যায় ঘনকুয়াশার কারণে এই দুঘট ঘটে।গাড়ি উদ্ধারে কাজ করছেন লোকজন।