পিরোজপুর প্রতিনিধি:
জাতীয় পার্টি জেপি এর প্রেসিডিয়াম সদস্য ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন,“আপনি আমাদের নৌকা দিছেন। আমাদের সেবা করার সুযোগ দিন। আমাদের পাশে এসে দাড়ান”।
২৬ ডিসেম্ভর (মঙ্গলবার) বিকেলে নেছারাবাদ উপজেলার সমেদকাঠি ইউনিয়নের মন্দির মাঠে আসন্ন দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এর নৌকা মার্কার সমর্থনে এক উঠান বৈঠকে তিনি কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,“আজকাল চাকরিতে টাকা লাগে,ইউনিভারসিটি স্কুল কলেজে পড়তে অনেক টাকা লাগে। শিক্ষক অফিসাররা টাকা খায়। আপানারা বাচ্চাদের স্কুলে দেন। কত টাকা বেতন হইছে। আমরাতো ছোট বেলায় দশ আনা দিয়ে পড়ছি। ইউনিভারসিটিতে পড়তে বিশ টাকা/সাত টাকা লাগছে। এত সুবিধা দেওয়ার পরও মানুষ যদি মানুষকে ঠকায় তাহলে সাধারন মানুষ যাবে কোথায়”।
তিনি বলেন, “আমরা জনপ্রতিনিধি। আমরা জনতার সেবা করি। সেই জনপ্রতিনিধিকে জনগনের যদি মানুষ খেকো হয়;আর তাদের যদি ঈগল দেয়া হয় আর তারা যদি আমাদের মুখের খাবার ছো মেরে নিয়ে যায়, তাহলে আমাদের রক্ষা করকে কে। আইন। আইন আছে, আইনের প্রয়োগ আছে?।
তাই তিনি সাধারন মানুষকে একতাবদ্ধ হয়ে ওইসব দুষ্টদের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান। তাসমিমা হোসেন আরো বলেন, “আজকে সাধারন মানুষের কাছে ট্যাক্স উঠাবে,সাধারন মানুষকে শিক্ষার জন্য পয়সা দিতে হবে,শিক্ষার জন্য ঘুষ দিতে হবে,চাকরির জন্য দশ লাখ টাকা ঘুষ দিতে হবে কেন। আমি শেখ হাসিনাকে বলব আপনি আমাদের নৌকা দিয়েছেন, আপনি যেন পরবতির্তে এই আইন করুন যে এইভাবে বেআইনি কালো টাকা কাদের ঘরে কিভাবে আসতাছে।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবু অজিত কর এর সভাপতিত্বে আরো বক্তব্যে দেন পিরোজপুর জেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক এ্যাডঃ কানাই লাল বিশ্বাস,নেছারাবাদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসান।
আওয়ামীলীগ নেত্রী মিথিলা আক্তাররের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন, জাতীয় পার্টি জেপি নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি মো. নাজমুল ইসলাম সাইদ প্রমুখ।