এম,এ বারী
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়, ঈগল পাখির ডাকে নেমেছে জনতার ঢল। মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঈগলের পক্ষে, ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসের ছোট ভাই, রাব্বানী বিশ্বাস নেজামপুর ইউনিয়নের বহারইল গ্রামে হতে,ঈগল পাখিকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ পরিচালনা করেন।এ সময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দল-মত নির্বিশেষে ঈগল পাখিকে জয়যুক্ত করার আহবান জানান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, নাচোলের রানী এলামিত্র গেট গোলাম মোস্তফা বিশ্বাসের অবদান। আগামীতে আমাকে জয়যুক্ত করলে সকল ধরনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।এ সময় ভোটাররা ঈগলকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন, মোহাঃ গোলাম মোস্তফা বিশ্বাসের ছোট ভাই রাব্বানী বিশ্বাস , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,জান্নাতুল নাঈম মুন্নি, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীমসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও জনতা।