পিরোজপুর প্রতিনিধি।
আসন্ন দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দীন মহারাজ বলেছেন, “জননেত্রী শেখ হাসিনা ছোট ছোট কিছু দলকে নির্বাচনে অংশগ্রহন করানোর জন্য নৌকা ধার দিয়েছেন। এখানে নৌকা পেয়েছেন জাতীয় পার্টি জেপি সাইকেল দল। আগামী ৭ জানুয়ারির পর তারা আর নৌকা থাকবেনা”।
বৃহস্পতিবার বিকেলে কুড়িয়ানা আর্য্য সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, “সামনে তারা আর নিজেদের নৌকা দাবি করতে পারবেনা। তখন এই ধার করা লোকে হয়ে যাবে সাবেক সাইকেল”। স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক। তিনি আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশি ছিলেন। নৌকা না পেয়ে তিনি এ আসন থেকে ঈগল প্রতীকে স্বতন্ত্র পদে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
মহিউদ্দীন মহারাজ আরো বলেন, “এই ঈগল প্রতীক জননেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রতীক। আর তিনি নৌকা ধার করে এনে নির্বাচন করছেন। তাই ধার করা নৌকাকে আপনারা ভোট দিবেননা। কারন নির্বাচনের পর তারা আর নৌকা থাকবেনা। তখন তারা হয়ে যাবে সাইকেল। আমার ঈগল ঠিকই নৌকা হয়ে যাবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনাদের ভালবাসায় বিপুল ভোটে নির্বাচিত হব। তাই আপনারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আমার ঈগল প্রতীক পাহারা দিয়ে রাখুন ; আমি আপনাদের সারাজীবন পাহারা দিয়ে রাখব”।
আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারময়্যান মিঠুন হালদারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, কাউখালি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউপি চেয়ারম্যান মো: সাইদুর রহমান, সোহাগদল ইউপি চেয়ারমম্যান আব্দুর রশিদ, নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: এ,কে,এম সহিদুল ইসলাম রিপন প্রমুখ