মোঃ মিনারুল ইসলাম (বগুড়া জেলা প্রতিনিধি ) বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী শেষে গতকাল রোববার এক আলোচনা সভা বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয়। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছাঃ অলিফা খাতুন। উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের আয়োজনে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ ও খুরশিদা নাসরিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুমানা আকতার প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।