ঠাকুরগাঁও হতে মোঃ মশিউর রহমান :
ঠাকুরগাঁও সদর উপজেলায় করলা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিখিল বর্মন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।আজ রবিবার দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নিখিল বর্মন রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামের অলন বর্মনের ছেলে।
ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, ‘দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় সদরের রহিমানপুর ইউনিয়নে মোলানীপাড়া এলাকার বাসিন্দা অনল বর্মনের দুই ছেলে নিখিল বর্মন ও অকুল বর্মন নিজেদের করলা ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে নিখিল বর্মন মারা যান। খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’