তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সদর উপজেলায় অটো চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই করেছে , যাত্রী বেশে অটোয় চড়া দুর্বৃত্তরা।
রবিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে নীলফামারীর সদর উপজেলার পৌর শহরের কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সফিয়ার রহমান (৫৫) নীলফামারীর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ এবং স্হানীয় সুত্রে জানা যায় যাত্রী বেশে অটোরিকশায় চড়ে দুর্বৃত্তরা । এর পর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে রাত সাড়ে ১২ টার দিকে জনশূণ্য এলাকা কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেলে নিয়ে গিয়ে ব্যটারি চালিত অটো টি ছিনতাই এর চেষ্টা করে।
এসময় অটোরিকশা চালক তাদের বাঁধা দেয়।
পরে দুর্বৃত্তরা তাকে (সফিয়ার রহমান) পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে অটোরিকশা টি নিয়ে পালিয়ে যায়।
পরে নিহত সফিয়ার রহমানের গোঙানির শব্দ শুনে আশেপাশের স্হানীয়রা লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের ভর্তি করান ।
সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরামর্শ দেন সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ।
এসময় অ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর নেয়ার পথে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মোড় নামক স্হানে তিনি মারা যান।