মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
র্যা ব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। র্যা বের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যা ব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সোমবার ১৩ এপ্রিল গভীর রাতে র্যা ব-৬, সিপিসি-১, সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতক্ষীরা শহর এলাকায় খুলনা রোডে টহল চলাকালে সাতক্ষীরার গোয়েন্দা টিম এর গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে, তালতলা ৯ নং ওয়ার্ড এর মোঃ রওশন আলমের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৫৮), সাতক্ষীরা জেলার সদর থানাধীন উত্তর কাটিয়া সাকিনস্থ মিল বাজারস্থ একটি চায়ের দোকানের পাশে মাদক মামলার ১০ (দশ) বছরের সাজা প্রাপ্ত এবং ২০ (বিশ) হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ (তিন) মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊধর্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া র্যা ব-৬, সিপিসি-১ সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত অফিসার এর নেতৃত্বে টহল টিম সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে পৌঁছাইয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী- মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ওয়ারেন্ট মূলে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।