সুরুজ্জামান রাসেল
গাজীপুর জেলা প্রতিনিধি;
জিএমপি পূবাইল থানা পুলিশের এসআই উত্তম কুমার, এসআই রফিকুল ইসলাম, এএসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া মোঃ রাশেদুল ইসলাম লায়ন (৩১) ও মোঃ শাহিন হাসান অন্তর (২৭) এর অপহরণ ও মুক্তিপণ আদায়কারীদের মধ্যে ১-৫নং আসামীদেরকে ১৩ মে সোমবার ২০২৪ তারিখে মাজুখান এলাকা হতে গ্রেফতার করেন জিএমপি পূবাইল থানা পুলিশ।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মনজুরুল ইসলাম হিমেল (২৬), ২। মোঃ রানা (২৫), , ৩। মোঃ মারুফ (২২), ৪। শামীম (৩০), ৫। রুবায়েত (২৫),
পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-অজ্ঞাত।
উক্ত ঘটনার সহিত জরিত
৬। সিফাত (২২), ৭। শারমীন সুমাইয়া @ তাকিয়া খানম (১৯), ৮। শান্ত (২৮), ৯। সিফাত (২৬), ১০। আলভী (২৫), ১১। সোহাগ (২৮), সর্ব
পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-অজ্ঞাত।
এরা সকলে পলাতক আছে।
জিএমপি পূবাইল থানা সুত্রে জানা যায়,
আসামীগন পরিকল্পিতভাবে ৭নং আসামী শারমীন সুমাইয়া এর মাধ্যমে ফেসবুক পরিচয়ের সুবাদে বাদী রাশেদুল ইসলাম লায়ন গত ইং ০১/০৫/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকায় উভয় বাদীকে পূবাইল থানাধীন মাজুখান বাজারে তার সাথে দেখা করতে বলে প্রথমত বাদী মোঃ রাশেদুল ইসলাম লায়নকে ডেকে নিয়ে ৭নং আসামী পূবাইল থানাধীন পদহারবাইদ সাকিনস্থ মনিরের দোকানের সামনে নিয়ে গিয়ে ঘটনাস্থলে পূর্ব থেকে অপক্ষেমান অন্যান্য আসামীদের হাতে বাদীকে তুলে দিয়ে কৌশলে কেটে পরেন। এই সুযোগে অন্যান্য আসামীগন বাদী রাশেদুল ইসলাম লায়নকে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে এলোপাথারীভাবে মারধর করে বাদী রাশেদুল ইসলাম লায়ন এর বাসা হতে ২,০০,০০০/-টাকা মুক্তিপন দাবি করে তাকে নির্যাতন ও অত্যাচারে করে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাদীর পরিবারের নিকট হতে টাকা সংগ্রহ করে আসামীদের বিকাশ একাউন্ট নাম্বার-০১৭৯৮-৪৬৯১১৩ তে ২৯,০০০/-টাকা এবং আসামীদের নগত একাউন্ট নাম্বার-০১৭৯৬-১২৬৯৪১ তে ২১,০০০/-(একুশ হাজার) টাকা নেন এবং বাদীর কাছে থাকা নগদ ২,০০০/- টাকা, ০১টি স্যামস্যাং স্মার্ট ফোন, ১টি বাটন ফোন, একটি ৬৪ জিবি পেনড্রাইভ নিয়ে বাদীকে পূবাইল থানাধীন পদহারবাইদ সাকিনস্থ মনিরের দোকানের সামনে নিয়ে এসে ছেড়ে দেয়। একই ভাবে ২য় বাদী মোঃ শাহিন হাসান অন্তর নিকট হতে গত ইং ২৭/০৪/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় একইভাবে তার পরিবারের নিকট হতে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা মুক্তিপন দাবি করে মারপিট শুরু করলে বাদী শাহিন হাসান অন্তর আসামীদের অত্যাচারে নিরুপায় হয়ে তার আত্বীয়-স্বজন ও বন্ধবান্ধবের কাছ হতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে আসামীদের বিকাশ একাউন্ট নাম্বার-০১৭৯৮-৪৬৯১১৩ তে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা, বিকাশ নাম্বার-০১৬২০-৩১১৯৭৮ তে ৮,০০০/- টাকা, বিকাশ নাম্বার-০১৬১৫-২৬২৯৩০ তে ৪,০০০/-(চার হাজার) টাকা সহ সর্ব মোট ৩৭,০০০/-টাকা নেন এবং এবং বাদীর সাথে থাকা নগদ ১০,০০০/-টাকা, একটি স্যামস্যাং আল্ট্রা ফোন, একটি পাওয়ার ব্যাংক, জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে পূবাইল থানাধীন মাজুখান রেললাইনে ছেড়ে দেয়।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান আরও জানান,
আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু হয় । এছাড়াও উক্ত ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ১-৪নং আসামীগন তাদের সঙ্গীয় অপর আসামী জাহিদ হাসান তন্ময় (২৫)কে সঙ্গে নিয়ে পূর্ব শত্রুতার জের নিয়ে জনৈক সিফাত (২২) নামের এক ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারপিট করলে সিফাতের বোন সূচনা আক্তার খাদিজা (২৬) বাদী হয়ে উক্ত ১-৪নং আসামীগন সহ আসামী জাহিদ হাসান তন্ময় এর বিরুদ্ধে আরো ০১টি মামলা রুজু করেন। আসামীদের বিরুদ্ধে ০৩ টি নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।