মোঃ মিনারুল ইসলাম (বগুড়া জেলা প্রতিনিধি )
বগুড়ার গাবতলীতে বাল্য বিয়ের দায়ে বর ও কাজীর জেল দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার উপজেলার সোন্দাবাড়ী উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে বর আহসান হাবিবের ১বছর ও কথিত কাজী মতিয়ার রহমান মতিকে ১বছর ৬মাস জেল দেয়া হয় এবং পাত্রীর মায়ের ৫হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, বগুড়ার সাবগ্রাম কুরশা গ্রামের মানিকের ছেলে রাজমিস্ত্রির লেবার হাবিব মিয়া (২০) ছোটবেলা থেকেই গাবতলীর সোন্দাবাড়ী উত্তরপাড়া গ্রামে নানা মৃত হাবিলের বাড়ীতে বসবাস করে। গত ১৩মে/২৪ নওগাঁ জেলার রানীর হাট এলাকা থেকে এক নাবালিকা মেয়েকে নিয়ে এসে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও নুসরাত জাহান বন্যা, থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর ও কাজীকে হাতেনাতে ধরে ফেলে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও নুসরাত জাহান বন্যা ভ্রাম্যমান আদালত বসিয়ে বর হাবিবকে ১বছর এবং নাড়ুয়ামালা ইউনিয়নের কথিত সহকারী কাজী মতিয়ার রহমান মতিকে ১বছর ৬মাস জেল দেন এবং পাত্রীর মায়ের ৫হাজার টাকা জরিমানা করা হয়। কাজী মতিয়ার রহমান মতি নাড়ুয়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।