সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে পার্টি হয়েছেন আলমগীর খোকন।
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ।
প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীর কর্মী-সমর্থকরা পাল্টাপাল্টি মিছিল-শোডাউনে নেমেছেন। প্রার্থীদের এমন সরব প্রচারণায় ভোটের উত্তাপ লেগেছে হাওর জনপদ তাহিরপুরে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের তাহিরপুরে ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৫৩ জন।
তফসিল ঘোষণার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাওর, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নের নানা প্রতিশ্রুতি জানান দিচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
তারমধ্যে আলোচনার শীর্ষে রয়েছে আলমগীর খোকন, বিভিন্ন বাজারে চায়ের দোকানে, হোটেল, রেস্টুরেন্টেএ এখন শুধু আলোচনা আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে।
তারই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন আলমগীর খোকন।
কে এই আলমগীর খোকন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক উপজেলা সদর ইউনিয়েনের, মরহুম সুবেদার গণি’র সুযোগ্য সন্তান।
ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন বলেন, উপজেলাবাসীর শাসক নই সেবক হয়ে কাজ করতে চাই। তাহিরপুর উপজেলার জনগণের স্বার্থে সবার সহযোগিতা নিয়ে পিছিয়ে পড়া তাহিরপুর কে উন্নয়নের রোল মডেল গড়ে তুলতে চাই।
উপজেলার কয়েকজন সাধারণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন অসহায় গরিব মানুষের পাশে কাজ করে আসছেন ।
এছাড়াও তিনি সাহসী মেধাবী শান্তশিষ্ট তাই আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।