উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন পাশর্বর্তী বাগমাড়া উপজেলার কাঠালবাড়ি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ মোস্তাক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিতহ আলমগীর মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। বুধবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেরে আসা পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপ্রেস টেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।