1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কুড়িগ্রামের দুটি উপজেলায় উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ২ বিএনপি নেতা ও ২ নেত্রী বহিষ্কার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রংপুর ও রাজশাহী বিভাগের যৌথ উদ্যোগে বগুড়ায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার” সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠনের সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত বিভিন্ন দাবী নিয়ে, জয়েন্ট মুভমেন্ট ফোরাম এর ডাকে, মিছিল ও মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন ট্রাফিক লালবাজার ইউনিটের উদ্যোগে, শ্রী সান্তনু সিনহা বিশ্বাসের নির্দেশে, তৃষ্ণার্ত সহকর্মীদের পাশে হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মোকারিপুর ইউনিয়নে জাতীয় পার্টি (কাজী জাফর) এর উদ্দেগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল জেলাধীন ধনবাড়ী উপজেলার অন্তর্গত ৩নং যদুনাথপুর ইউনিয়ন কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক একাউন্টের রিসিট প্রতারক চক্রের তিন হ্যাকার আটক শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিঠি গঠন, সভাপতি আব্দুস সালাম ও সম্পাদক আব্দুল কাদির নির্বাচিত ভাড়াউরা চা বাগানের পিটার বাবুর বাসা হইতে অজগর সাপ উদ্দার

কুড়িগ্রামের দুটি উপজেলায় উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ২ বিএনপি নেতা ও ২ নেত্রী বহিষ্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের দুটি উপজেলার দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ২ বিএনপি নেতা ও ২ নেত্রীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন শিকদার, নাগেশ্বরী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন অনন্যা, মহিলা দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসি বেগম।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে (অভিযুক্তদের) বহিষ্কার করা হলো। এর আগে গত ১৩ মে তাদের কারণ দর্শানোর চিঠি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

চিঠির অনুলিপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কৃত চারজনের মধ্যে ফরিদুল ইসলাম শাহিন শিকদার চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ পর্যায়ের ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেহেদি হাসান নাগেশ্বরী উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতীক, আমেনা খাতুন অনন্যা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতীক ও ফেরদৌসি বেগম ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্র তাদেরকে বহিষ্কার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি