তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে যাত্রী বেশে অটোরিক্সায় চড়ে চালককে গলা কেটে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় অভিযুক্ত ৩ ব্যক্তিকে আটক করেছে নীলফামারী সদর থানার পুলিশের একটি বিশেষ টিম।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর ( পিপিএম, সেবা) ।
তিনি বলেন জেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনার মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো ১,মোহাম্মদ রাসেল মিয়া, ২ মোহাম্মদ ফেরদৌস আলম, এবং মোহাম্মদ জলিল ইসলাম ওরফে পিনিক বাবু।
উল্লেখ্য যে গত ১২ /০৫/২০২৪ তারিখে যাত্রী বেশে একটি অটোরিক্সা ভাড়া করে গ্রেপ্তার কৃত আসামিরা পরে সদর উপজেলা পৌরসভার ৬নং ওয়ার্ডে ধনীপাড়া তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের আনুমানিক ২০০ থেকে ৩০০গজ দক্ষিণে এই অঙ্গাত নামা ছিনতাই কারীরা ছাপিনুর ইসলাম (৫০) এর কাছ থেকে জোড়পূর্বক অটোরিক্সা ছিনতাই ছিনিয়ে নেয়ার সময় ছাপিনুর ইসলাম বাধা প্রধান করলে ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে পাশের একটি ভুট্টা ক্ষেতে রেখে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় ।
পরে উক্ত এলাকার স্হানীয় লোকজন তার গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে নীলফামারীর সদর হাসপাতালের ভর্তি করায় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর নেয়ার পথে তারাগন্জ এলাকায় মৃত্যু বরণ করেন ।
এবং নিহত ছাপিনুর ইসলাম নীলফামারী সদর উপজেলার সিংদই ছয়আনীপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে।
তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত আসামি দের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।