1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সাভারে ৮০০'শ' টাকার জন্য কুকুরের সঙ্গে বেঁধে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার  - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এখন বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ নরসিংদীর শিবপুর মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করুন । মুঃ আব্দর রহিম,এসি ল্যান্ড শিবপুর দুমকি উপজেলায়, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি মাছ প্রশ্নফাঁস সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলায় জীবনের নিরাপত্তাহীনতায় সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী নিরব বিপ্লবের ডাক: অন্তরের দরজায় আলোর হাতছানি হারানো শিশু সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দুমকি উপজেলায়, দায়িত্ব অবহেলার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত অফিস সহায়ক মিজান তালুকদার দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম বর্ষপূর্তি: নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ চাকরি হারানোর বেদনা নিয়ে রাস্তায় আল-আরাফাহ ব্যাংকের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা

সাভারে ৮০০’শ’ টাকার জন্য কুকুরের সঙ্গে বেঁধে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

 

মো.মাইনুল ইসলাম : (সাভার) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরে  পাওনা টাকার জন্য এক রিকশাচালককে তুলে এনে শিকল দিয়ে কুকুরের সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৭ মে) রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মামুন ওরফে সুকান্ত দাশের (৩৪) গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কালিআইশ এলাকায়। তার বাবার নাম মৃত মৃত সুনীল বরুন দাশ। তিনি পূর্বে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে সাভারের হেমায়েতপুরের  তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরাড়ী এলাকায় স্থানীয় হাফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ভাঙারির ব্যবসা করতেন।

পুলিশ জানায়, গত ৭ মে পাওনা ৮০০ টাকার জন্য রবিউল নামের এক রিকশাচালককে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে তুলে এনে বেধড়ক মারধর করে গ্রেফতার মামুন। পরে তাকে কুকুরের সঙ্গে একই শিকল দিয়ে বেঁধে রাখেন। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার কথা শুনে তিনি পালিয়ে যান। ঘটনার পর থেকেই তিনি মোবাইলের সিম পরিবর্তন করে রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা বলেন, কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রিকশাচালককে নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সেই ভাঙারি ব্যবসায়ীকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি