মো লুৎফুর রহমান রাকিব
লোহাগড়া থানা সংলগ্ন আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত লোহাগড়া লেখক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবি দুখু হুমায়ুনের সঞ্চালনায় এ আলোচনা সভাটির সভাপতিত্ব করেন লোহাগড়া লেখক পরিষদ এর সভাপতি কবি সৌরভ দুর্জয়। উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন মোল্যা, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান, সাধারণ সম্পাদক প্রবক্তা সাধু সহ লোহাগড়া লেখক পরিষদের সকল কবি/লেখকেরা।
এ সভায় লোহাগড়া লেখক পরিষদের তৃতীয় যৌথ কাব্যগ্রন্থ কাব্য প্রসূন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান, সংগঠনের গঠনতন্ত্র সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এ অনুষ্ঠানে কবি সৌরভ দুর্জয়ের একক কাব্যগ্রন্থ ১.আমার মায়ের সোনার নলক ২. বিষাক্ত পদ্য বই দুটি উপহার হিসেবে তুলে দেন কবি টিপু সুলতান, কবি সৈয়দা মনিরা, কবি মঈনুলের হাতে। এ সময় সৌরভ দুর্জয় রচিত ‘লোহাগড়ায় লেখক বাড়ি হোক’ কবিতাটি আবৃতি করেন বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান ও কবি সৈয়দা এশা। এ অনুষ্ঠানটির মাধ্যমে লোহাগড়া লেখক পরিষদের লেখকদের আন্তরিকতা প্রসিদ্ধ হয়েছে। কবিগনেরা তাদের প্রিয় সংগঠনটি আরও প্রসিদ্ধ করার উদ্যোগ, কবি/লেখকদের রচিত কবিতা, গল্প, উপন্যাস বিভিন্ন পত্রিকাতে প্রকাশের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য লোহাগড়া লেখক পরিষদের মুখপাত্র ত্রৈমাসিক সাহিত্য প্রত্যাশা পত্রিকা, মাসিক মধুমতী নবগঙ্গা পত্রিকাতে নিয়মিত প্রকাশ করে আসছেন। ধারনা করা হয়ে থাকে লোহাগড়ার মধ্যে সব থেকে বেশি পত্র পত্রিকাতে লোহাগড়া লেখক পরিষদের কবি/লেখকদের কবিতা প্রকাশিত হচ্ছে। আলোচনা শেষে সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার বিকাল তিনটায় লোহাগড়া রামায়ণ পাবলিক লাইব্রেরিতে কাব্য প্রসূনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।