শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ার গোকুল থেকে ৫ (পাঁচ) হাজার ২০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ওয়ালিউল আলী সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১৮ মে (শনিবার) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ওয়ালিউল আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওয়ালিউল আলী সরদার দিনাজপুর জেলার পারর্বতীপুর উপজেলাধীন সরদারপাড়া এলাকার হারুন আর রশিদের ছেলে। তবে সে বর্তমানে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভারা বাসায় থাকতো।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা,জানান
, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনের এক যাত্রী বিপুল পরিমাণ মাদকদ্রব্য(ইয়াবা) নিয়ে আসছে । এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এসময় হানিফ পরিবহনের ওই বাসটি আসলে তাহা তল্লাশি করে জি-৪ নাং আসনে যাত্রী বেশে বসে থাকা ওয়ালিউল আলী সরদারের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওয়ালিউল আলী সরদারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।