আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার)সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ মে) বিকাল তিনটায় মেঘাই বাজারে অবস্থিত কাজিপুর উপজেলা খাদ্য গুদামে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সংগ্ৰহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আরাফাত সরকার, কাজিপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা পলাশ কুমার সূত্রধর, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব,কাজিপুর থানার ওসি তদন্ত আব্দুল মজিদ, কাজিপুর উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি ও সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রাজ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, বাবলু, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার
প্রমুখ।
কাজিপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা পলাশ কুমার সূত্রধর জানান, এবার সরকার কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩২ টাকা (৮১৯ মেট্রিকটন), প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা (১২৬৫ মেট্রিকটন), প্রতি কেজি আতপ চাল ৪৪ টাকা (২৮২ মেট্রিকটন), প্রতি কেজি গম ৩৪ টাকা (৫২ মেট্রিকটন) দরে
ক্রয় করছেন। উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি ধান ও গম বিক্রয় করতে পারবেন।
কাজিপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীণ বোরো সংগ্ৰহ-২০২৪ মৌসুমে ৮১৯ মেট্রিকটন ধান, ৫২ মেট্রিকটন গম, ১২৬৫ মেট্রিকটন সিদ্ধ চাল ও ২৮২ মেট্রিকটন আতপ চাল সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত।