মোঃ মিনারুল ইসলাম (বগুড়া জেলা প্রতিনিধি )
বগুড়ার শিবগঞ্জে ১৭ মে রাতে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থক আটমূল ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মটর সাইকেলের নির্বাচনী অফিসে হামলা। নির্বাচনী অফিস ভাংচুর অগ্নিসংযোগের অভিযোগ এনে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। চেয়ারম্যান প্রার্থী রিজু ১৮ মে শনিবার এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজার এলাকায় উপজেলা নির্বাচন কে ঘিরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার আনারস প্রতীক নির্বাচনী প্রচারনা অফিস করেন এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ২০০ মিটার দূরে মটর সাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিস করেন।
উভয়ের দলের সমর্থকরা স্ব স্ব নির্বাচনী অফিসে অবস্থান করেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে আসছে। গত ১৭ মে রাতে আনাসর প্রতীকের প্রার্থীর সমর্থক বেলাল হোসেনের নেতৃত্বে ৪০/৫০জন দলীয় নেতাকর্মীরা মটর সাইকেল প্রতীক অফিসে হামলা করে। এসময় তারা অফিসের চেয়ার ভাংচুর করে ও অগ্নি সংযোগ করে বলে অভিযোগ করেন মটর সাইকেল প্রতীকের প্রার্থী। অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মুহুর্তেই উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আতংক ছড়িয়ে পড়লে বাজার এলাকার দোকান পাট তাৎক্ষনিক বন্ধ হয়ে যায় সাধারণ লোক জন দিক বিদিক ছুটাছুটি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মটর সাইকেল প্রতীক ফিরোজ আহমেদ রিজু বলেন, আমার সমর্থন দেখে এবং প্রতীপক্ষ পরাজিত হবে এমন শংকা থেকে তারা আমার নির্বাচনী অফিস ভাংচুর করেছে। আতংক ছড়িয়ে বা ভয়-ভীতি দেখিয়ে আমার সমর্থকদের লাভ নেই। ইউপি চেয়ারম্যান বেলালের নেতৃত্বে যেহেতু আমার অফিস ভাংচুর করা হয়েছে আমি আইনের আশ্রয় নিবো এবং এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।