আজ ১৮ই মে শনিবার, ঠিক দুপুর দুটোই , পূর্ব মেদিনীপুরের খেজুরি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে, অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো করলেন বারাতলা পর্যন্ত।
এই রোড শো ঘিরে খেজুরিতে জনপ্লাবন শুরু হয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য, এবং শুভেচ্ছা জানানোর জন্য। সকলেই নায়কের ছবি ক্যামেরাবন্দি করতে থাকে। রাস্তার দু'ধারে কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে অপেক্ষা করতে থাকেন একবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য।
ব্যাঞ্জো ও বাজনা সহ প্রশেসনের মধ্য দিয়ে এই রোড শো শুরু হয় এবং শেষ হয় বারাতলায় গিয়ে,। রোড শো তে উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী সহ অন্যান্যরা, অভিনেতা মিঠুন চক্রবর্তী সকলকে হাত তুলে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ভোট যত এগিয়ে আসছে, এলাকায় এলাকায় চলছে প্রচার তুঙ্গে, প্রত্যেক দলের প্রচার জোরদার হচ্ছে। সবার একটাই কথা ভোট দেবেন কাজের মানুষকে, ভোট আপনার অধিকার, সকাল সকাল নিজের ভোট নিজে দেবেন। নির্ভয়ে ভোট দেবেন।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়,