মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোহাম্মদ আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ঘোলপাশা ইশানচন্দ্রনগর দীঘির উত্তর পাড় কাশেম ষ্টোর এর সামনে চেকপোস্ট ডিউটি করাকালে ০১টি কাভার্ডভ্যান আসতে দেখে সন্দেহ হলে কাভার্ডভ্যান থামানোর সংকেত দিলে পুলিশ দেখতে পেয়ে কাভার্ডভ্যানের ভিতরে থাকা অজ্ঞাতনামা চালকসহ আরও ২জন কাভার্ডভ্যান থামিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। অতঃপর আশপাশে উপস্থিত লোকজনের সম্মুখে কাভার্ডভ্যানটি তল্লাশী করে ৬০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৯, তারিখ-১৮/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হয়।