মোঃ সবুজ খান
পুরো নাম জাকির বিনতে জাবাল ই নূর।টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মসদই গ্রামের মোহাম্মদ জাকির হোসেন খানের বড় মেয়ে।
বর্তমানে ঢাকার উত্তরায় সপরিবারে বসবাস করে । সে এবছর এস এস সি ২৪ পরীক্ষায় উত্তরা মাইলস্টোন কলেজ হতে অংশগ্রহণ করে ইংলিশ ভার্সন এ গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। তার এ-ই সাফল্য অর্জন দেখে তার পরিবার তাকে আরো লেখা পড়ার উৎসাহ দিচ্ছে।
তার বাবা একজন ব্যাংকার, বর্তমানে যমুনা ব্যাংকের হেড অফিসের একজন কর্মরত । মা একজন গূহিনী। তার ছোট বোন উত্তরা রাজউক কলেজে নবম শ্রেণির শিক্ষার্থী। ভবিষ্যতে তুয়া, এইচএসসি পরীক্ষায় একই ফলাফল করে মেডিকেলে পড়ার আশাবাদী।তার পরিবারের যোগাযোগ করা হলে তার বাবা বলেন আমি আমার সন্তানদেরকে সবসময়ই শিক্ষা দিচ্ছি মানুষের মত মানুষ হতে মেয়ে মেডিক্যাল পড়তে আগ্রহী আছে মানুষের পাশে থেকে সেবা দিতে সবাই তার জন্য দোয়া করবেন। সে যেন তার বাবা মা, পরিবার ও গ্রামবাসীদের মুখ উজ্জ্বল করতে পারে।