ঠাকুরগাঁও হতে মোঃ মশিউর রহমান :
অদ্য ১৮-০৫-২০২৪ খ্রি. তারিখ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ভাগের নির্বাচনকে সামনে রেখে রাণীশংকৈল উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রানীশংকৈল থানার বিভিন্ন জায়গায় ভোটারদের সাথে মতবিনিময় করেন জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ঠাকুরগাঁও, জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ, পদাতিক, অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন ১ম ধাপের মতো আমরা ২য় ধাপেও অত্যন্ত সততা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কঠোর অবস্থানে আছি। এ নির্বাচন হবে উৎসব মুখর। সম্মানিত ভোটার গণ সবাই ভোট দিতে যাবেন আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে সকল নিরাপত্তা বিধান করবে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঠাকুরাগঁও, উপজেলা নির্বাহী অফিসার, রাণীশংকৈল, ঠাকুরগাঁও, জেলা নির্বাচন অফিসার, ঠাকুরগাঁও, জেলা কমান্ড্যান্ট, আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও, সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ।