শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামরুল হাসান টিপু উপজেলার সর্বত্র গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা,ইউনিয়নে কমিটি গঠন করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু উপজেলার একটি পৌরসভার ও দশটি ইউনিয়নের গ্রাম পাড়া-মহল্লাল সর্বস্তরের মানুষের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন।বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড,উপজেলা পরিষদের উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার তুলে ধরছেন।গণসংযোগে উৎসবের আমেজ বিরাজ করছে। ১৯ মে রবিবার আগরঘাটা,হরিঢালী ও কপিলমুনিতে ব্যাপক গণসংযোগ করেন তিনি।গণসংযোগে মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়।এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হরিঢালী, কপিলমুনি,লতা,দেলুটি,চাঁদখালী, গড়ুইখালী,রাড়ুলী,গদাইপুর,লস্কর,সোলাদানা ইউনিয়নের ও পাইকগাছা পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ।এ সময় মোটরসাইকেল প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামরুল হাসান টিপু বলেন,উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু।ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণের সেবার মান বেগবান হবে।তাই জন কল্যাণে কাজ করতে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী ২৯ শে মে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মটরসাইকেল প্রতীকে ভোট প্রদানের উদ্যত আহ্বান জানান তিনি।