আলমডাঙ্গা প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা.হাদী জিয়াউদ্দীন আহমেদ এর সাথে আলমডাঙ্গা উপজেলা আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টার সময় ডক্টরস কেয়ার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা আর এমপি শাখার আহবায়ক জাকেরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা.হাদী জিয়াউদ্দীন আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম,ডাঃ হাসান মল্লিক,মানোয়ার হোসেন, নজির, মুকুল, লিটন, জাকির, রশিদুল, শাফেউল, নাসির, আব্দুস সালামসহ প্রমুখ।
অনুষ্ঠানে পরিচিত পর্ব শেষে ডা.হাদী জিয়াউদ্দীন আহমেদ আরএমপি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং বলেন ফুল যখন সৌন্দর্য হারিয়ে ফেলে তখন অস্তিত্ব টিকে থাকে বীজে আর মানুষ যখন যৌবন হারায় তার ব্যক্তিত্ব টিকে থাকে কাজে। অর্থাৎ আমরা এমন একটা পেশার সাথে সম্পৃক্ত যা মানুষের সেবার সাথে তুলনা করা হয়। আর এই পেশার মাধ্যমে আমাদের ব্যক্তিত্বকে জানান দিতে হবে। যে কোন সংগঠনের উদ্দেশ্যে থাকে মহৎ। আর আপনারা যারা এই সংগঠনে আছেন এবং সংগঠনের লক্ষ্য যখন অপ-চিকিৎসা রোধ,তখন মনে রাখতে হবে সময় যেহেতু বহমান সেহেতু প্রতীক্ষারও অবসান ঘটবে । অসমাপ্ত মহাকাব্যের শেষটা যে এই তরুণদেরই লিখতে হবে। এই লক্ষ নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে।