রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা পুলিশের ডায়নামিক ও বলিষ্ঠ পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয় হবিগঞ্জ জেলায় যোগদানের পর মহোদয়ের নির্দেশে হবিগঞ্জ জেলা পুলিশ মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে। তাছাড়াও অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে জেলা পুলিশ হবিগঞ্জ।
তাছাড়াও বলিষ্ঠ পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে জেলায় সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৯শে মে ২৪ ইং তারিখ রাত অনুমান ০০:৩০ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড তেলিয়াপাড়া চা বাগান লালঘরের সামনে হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে। পলাতক আসামি ১) আশিক তাঁতি (৩২) পিতা-বিশু তাঁতি গ্রাম- তেলিয়াপাড়া চা বাগান, নতুনটিলা ২) সুজন মিয়া (৩৮) পিতা- বাচ্চু মিয়া, গ্রাম- বেজোড়া ৩) সন্তোষ তাঁতি(৪০) পিতা- মৃত দোরন তাঁতি গ্রাম- উড়িষ্যা লাইন, তেলিয়াপাড়া চা বাগান, সর্ব থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ৫০ কেজি গাঁজা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে উপস্থিত সাক্ষীগণ আসামিদেরকে সনাক্ত করে।