শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ার ধনুট থানার জমিজমার বিরোধে আপন চাচাকে নির্মমভাবে হত্যা মামলার পালাতক আসামী মোঃ আব্দুর রহিম(৫৫) কে দীর্ঘ ২৪ বৎসর পর শেরপুর থানার সীমাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
১৯ মে (সোমবার) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ধনুট থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী মোঃ আব্দুর রহিম কে শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী মোঃ আব্দুর রহিম ধনুট থানাধীন প্রাতাব খাদুলী গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে। র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার মোঃ সোহেল রানা আজ মঙ্গলবার এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১২ বগুড়ার পাঠানো প্রেস রিলিজে বলা হয়, র্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১৯৯৯ সালের ধনুট থানাধীন প্রতাফ খাদুলী গ্রামে জমাজমি নিয়ে বিরোধে আপন চাচাকে নির্মমভাবে হত্যা মামলা নং-৬ জিআর, ১১২/৯৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুর রহিম বগুড়ার শেরপুর থানাধীন সামাবাড়ী এলাকায় আত্নগোপনে রয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র্যাব-১২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আরও উল্লেখ করা হয়, হত্যা মামলার পর থেকে আসামী নিজ পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন।দীর্ঘ ২৪ বৎসর পর র্যাবের ত্যপরতায় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোয়ার্ড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী আব্দুর রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ মঙ্গলবার বগুড়ার ধনুট থানায় হস্তান্তর করা হয়েছে।