এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দ্বিতীয় পর্বের উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৪ উপজেলায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রে ভোটার না আসায় অলস সময় পার করছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।
কয়েকজন করে সমর্থক কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেলেও ভোটার খুঁজে পাওয়া যায়নি। দেখা যায়নি ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকার চিত্র।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র, গামাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,মাছিমপুর কেন্দ্রে গিয়ে দেখা যায় লাইনে কয়েকজন ভোটার দাঁড়িয়ে আছেন।১জন ২ জন করে ভোটার আসছেন। ভোট কেন্দ্র প্রায় ফাঁকা বললেই চলে।এলাকার লোকজন জানিয়েছেন, মানুষকে ভোটে আনা যাচ্ছেনা।ভোটের প্রতি মানুষের আগ্রহ কম। একই চিত্তে জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা উপজেলায়।
সকাল ১১,৩০ মিনিটে পলাশ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লাইনে কোন ভোটার নেই। কেন্দ্রের বাইরে কর্মী, সমর্থকদের জমজমাট আড্ডা। অনেক চেষ্টা করে ভোটার আনা যাচ্ছেনা বলে মন্তব্য করেন অনেকে। এখানকার প্রিসাইডিং অফিসার নয়ন মিয়া জানালেন, সকাল ৮ টায় ভোটার উপস্হিতি ভাল ছিল।এখন কম দেখা যাচ্ছে। এ কেন্দ্রে মোট ভোটার ৪৬৪৫টি কাষ্ট ৩০১ টি। এ খবর সকাল ১১ টার। দুপুরের পর ভোটার উপস্হিতি বাড়বে। এবং ৫০% ভোট কাষ্ট হবে বলে তিনি আশা করেন। তবে বাস্তব পরিস্হিতি ভিন্ন।
পর্যবেক্ষণ করা সকল ভোটকেন্দ্রের অবস্থা সকাল ১১টা পর্যন্ত প্রাই একইরকম লক্ষ্য করা গেছে।