উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে লুবিন বাস্কে (৭৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৯ মে) দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লুবিন বাস্কে ধামইরহাট উপজেলার ভেড়ম সোনদিঘী আদিবাসীপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লুবিন বাস্কের সঙ্গে তার স্ত্রী মালতী রানীর প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ২০২১ সালের ২৮ ডিসেম্বর বিকেলে কলহের জেরে লুবিন তার স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মালতীর মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন লুবিন বাস্কের বড় ভাইয়ের স্ত্রী শ্যামলী মর্মু বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা করেন। ২০২২ সালের ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমাদেন মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণে আসামি লুবিন বাস্কের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন বিচারক।