আল-আমিন স্টাফ রিপোর্টার: রহমত আলী (৩০) নামে এক দিনমজুর সড়ক দুর্ঘটনায় এক হাত ও পা ভেঙ্গে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না।
রহমত আলী উপজেলার নলকুড়া ইউনিয়ন হলদীগ্রাম আর্শ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও ওই গ্রামের আক্কাস আলীর পুত্র। এক ছেলে ও এক মেয়েসহ চার সদস্যের পরিবার রহমত আলীর সহায়- সম্বল ও বাড়িঘর না থাকায় স্থান হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পে। শ্রম বিক্রি করে চলে তার চার সদস্যের পরিবারের জীবন - জীবিকা। ওই গ্রামের ইউপি সদস্য আব্দুল কাদিরসহ গ্রামবাসীরা জানান একদিন কাজে না গেলে সেদিন রহমত আলীর পরিবারের সদস্যের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। রহমত আলী জানান,
গত প্রায় ছয় মাস আগে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন রহমত আলী। এ সময় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হাড়িয়ে তাকে ধাক্কা দিলে রহমত আলীর ডান- হাত ও ডান পায়ের হাটুর ঊরু ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের আর্থিক সহায়তায় প্রাথমিক চিকিৎসা করানো হলেও পরে সেখান তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত আর্থিক সংকট থাকায় রহমত আলীকে আর চিকিৎসা করাতে পারেনি পরিবারের লোকজন। বর্তমানে চিকিৎসার অভাবে পঙ্গুত্ববরন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রহমত আলী। প্রতিবেশিদের সাহায্য সহায়তায় অনাহারে অর্ধাহারে দিনকাটলেও আর্থিক সংকটে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রহমত আলী। তিনি সমাজের বৃত্তবান, প্রশাসনের কাছে সহায়তার হাত বাড়িয়েছেন। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া সহায়তার আশ্বাস দিয়েছেন। রহমত আলীর সাথে যোগাযোগ ও সহায়তা করতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল ০১৭০১৮৫৫০১১।