আজ একুশে মে মঙ্গলবার, বিনা অনুমতিতে কোলাঘাটের শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে তমলুকের আইসি চম্পক রায় চৌধুরী ও কোলাঘাটের ওসি সৌরভ চীনার নেতৃত্বে ,কয়েক দল পুলিশ এবং আইপ্যাক ঢোকেন, শুভেন্দু অধিকারী অভিযোগ জানান ,আমি যখন প্রচার করছিলাম সেই সময় আমার গেস্ট হাউসে ঢুকে, প্রশাসনের আধিকারিকরা, অনুমতি ছাড়াই, সঙ্গে কয়েক দল পুলিশও ছিল বলে জানান, এবং আধিকারিকদের সামনে কয়েক বস্তা জিনিস পত্র শুভেন্দু অধিকারীর গেস্ট রুমে ঢুকিয়ে দেয় ,সেই সময় শুভেন্দু অধিকারী সিকিউরিটি এবং কেয়ারটেকার আটকানোর চেষ্টা করলে, তাদেরকে রুমের বাইরে বের করে দেন বলে জানান, এমন কি কোন রকম ভিডিওগ্রাফিও করছিল না,
এই বিষয় নিয়ে কোলাঘাট পুলিশ গেস্ট হাউসে এসে, পুলিশ অবজারভার এর কাছে অভিযোগ জানাতে গেলেন দিব্যেন্দু অধিকারী ও বিধায়িকা তাপসী মন্ডল।
অভিযোগ জানিয়ে এসে সমস্ত ডকুমেন্ট সমেত সাংবাদিকদের মুখোমুখি হন এবং প্রতিক্রিয়া টি তুলে ধরেন,
বারবার একটি কথাই উঠে আসে বিনা অনুমতিতে কিভাবে আমার গেস্ট হাউসে ঢুকলো আধিকারিকেরা, কিসের উদ্দেশ্যে, এই নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এবং দলের সদস্যরা জোড় গলায় স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী এগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস