1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
খুলনার বিশিষ্ট সংগীত শিল্পী শেখ আব্দুস সালাম এর মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে ঘরের ছাদে কমলা চাষ করে সফল ডা: সুহিত রঞ্জন নরসিংদী পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মহসিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেছারাবাদে এক কৃষক লোককে নিয়ে ব্যবসায়ির নানা অপপ্রচার বগুড়ায় হোটেল ম্যানেজার হত্যার আসামী আলিফ শেখ গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান নবগঠিত জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাসিরনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ ঠাকুরগাঁওয়ের খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভ গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

খুলনার বিশিষ্ট সংগীত শিল্পী শেখ আব্দুস সালাম এর মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

আমরা গভীর শোকাহত হয়ে জানাচ্ছি যে,খুলনা বেতারের তথা বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী, গীতিকার,সুরকার শেখ আব্দুস সালাম আজ ২০/৫/২০২৪ তারিখ রাত আটটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পূর্ব বানিয়াখামার, আরাফাত মসজিদ মোড়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ,এক কন্যা, পোতাপৌত্র , নাতি-নাতনী সহ অসংখ্য ভক্ত, গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর জন্ম খুলনা জেলার কয়রা উপজেলার নাকলা গ্রামে। তার পিতার নাম মরহুম শেখ আব্দুল মালেক।
শেখ আব্দুস সালামের সংগীত জীবনের হাতে খড়ি তার মামা শেখ বাসারত আলী সাহেবের কাছে। তাঁর আরো সংগীত শিক্ষা গুরু ছিলেন সাধন সরকার ,শ্রী কালীপদ বাবু ,বাবু বিনয় কুমার রায়, ওস্তাদ মালেক চিশতী, সুখলাল ঠাকুর সহ বেশ কয়েকজন বিখ্যাত ওস্তাদ। পরবর্তীতে তিনি নিজেও সংগীতের ওস্তাদ হিসেবে অনেককে সংগীতের তালিম দেন।১৯৭০ সাল থেকে তিনি খুলনা বেতারের নিয়মিত শিল্পী হিসেবে কাজ করে আসছেন। বাংলাদেশ টেলিভিশন, রেডিও বাংলাদেশ কমার্শিয়াল সার্ভিস, ট্রান্সক্রিপশন সার্ভিস, দেশের বিভিন্ন উন্মুক্ত আসরে তিনি বহু সংগীত পরিবেশন করে ভূয়সি প্রশংসা ও শ্রোতাদের হৃদয় জয় করেন। সঙ্গীতজ্ঞ শেখ আব্দুস সালাম খুলনার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন সুজলা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুযোগ্য সভাপতি ছিলেন। তিনি খুলনা শিল্পকলা একাডেমির সদস্যও ছিলেন। সঙ্গীতজ্ঞ হিসাবে তিনি বহু পুরস্কারে ভূষিত হন তার মধ্যে ১৯৬৮ সালে খুলনা সরকারি বিএল কলেজ থেকে সংগীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ওই বছর তৎকালীন পূর্ব পাকিস্তান আর্ট কাউন্সিল সংগীত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। ১৯৭৬ সালে খুলনা প্রদর্শনীতে তৎকালীন জেলা প্রশাসন শিল্পী শেখ আব্দুস সালামের নামে “সালাম রজনী” অনুষ্ঠিত হয় এবং তাকে ঐ অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বর্ণপদ দেয়া হয়। ২০০৫ সালের আলীজ একাডেমীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও তিনি খুলনার বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সহ তার সদস্য বর্গ। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের সভাপতি সৈয়দ আলী হাকিম সহ সকল সদস্য বর্গ, খুলনা সাহিত্য মজলিস,খুলনা সাহিত্য পরিষদ, গাঙচিল, আলীজ একাডেমী,খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাস সহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি