মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
‘গাছ লাগান পরিবেশ বাঁচান” কর্মসূচির সুফল পেতে শুরু করেছে সর্বস্তরের মানুষ।রাজশাহী নওগাঁ মহা সড়কে দুই পাশের গাছ গুলোতে শোভা পাচ্ছে নানা রংয়ের ফুল। এই গাছ গুলো যেমন সবুজে শোভা দিচ্ছে তেমনি ছায়া দিচ্ছে রাস্তার দুই পাশে। নতুন করে অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি করছে। তেমনি ভাবে অক্সিজেনের অভাব পূরণ করছে। মানুষ প্রকৃতির মাঝে নতুন করে বাঁচতে শিখছে। প্রাণ ভরে নতুন অক্সিজেনের নিঃশ্বাস নিতে পারছে ।চারিদিকে যেমন ভাবে ইট ভাটার কালো ধোয়া ও যানবাহনের বিষাক্ত কালো ধোয়ায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ ও দুর্বিষহ করে তুলেছিলো।মানুষ ভালো ভাবে প্রাণ ভরে নিঃশ্বাসটুকু নিতে পারত না কিন্তু এই গাছ মানুষকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে। সৌন্দর্য বাড়ি দিয়েছে রাজশাহী নওগাঁ মহা সড়কের দুই পাশ দিয়ে বিভিন্ন প্রজাতির যে সব গাছ লাগানো হয়েছিলো সে সমস্ত গাছ গুলোতে বৈশাখের শেষে জৈষ্ঠ মাসের শুরুতেই শোভা পাচ্ছে বিভিন্ন রং বে রংয়ের নাম জানা না জানা বাহারি রংয়ের ফুল।তেমনি ভাবে ঔষধি ও বিভিন্ন ফলাদির গাছের হিমেল শীতল বাতাসের পরশে শরীর ও মনটা জুড়িয়ে যাচ্ছে। গাছে গাছে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়ার লাল রংয়ের ফুল এর সাথে অর্জুন গাছে পুই রংয়ে ফুলে ফুলে ছেয়ে গেছে রাস্তার দুই পাশ । আরো শোভা পাচ্ছে হলুদ রংয়ের সোনা আলু গাছে হলুদ রংয়ের ফুল।এতে রাস্তার দুই পাশে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। পড়ন্ত বিকেলে রাজশাহী নওগাঁ মহাসড়কের এই রাস্তা দিয়ে যেতে যেতে সেই গানটি গাইতে আপনাকে ইচ্ছে করবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। আরো উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। রোদের তাপদাহে থেকে একটু প্রশান্তি পেতে এই সমস্ত গাছের ছায়াতলে বিশ্রাম নিচ্ছে খেটে খাওয়া মানুষ। আাবার মটর সাইকেলের দূরপাল্লার যাএীরা একটু বিশ্রামের জন্য সে সমস্ত গাছের ছায়াতলে এই তাপদাহ থেকে বাঁচতে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে তারপরে আবার তাদের গন্তব্য স্থলে চলে যাচ্ছেন। সেই সাথে সাধারণ পথচারীদের চলাচলে সুবিধা হচ্ছে ছায়া পথে হাটতে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এই উদ্যোগের সাথে সাধারণ জনগণ ও একত্বতা প্রকাশ করে বলতে চাইছে গাছ লাগান পরিবেশ বাঁচান একটি গাছ আমার আপনার সবার জীবনের ভবিষ্যৎ। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ অন্য কে নতুন করে বাঁচতে শেখান।