মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূর্ব দ্বন্দ্বের জেরে একাধিক বাড়ি-ঘরে ভাংচুর ও খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান।
বুধবার (২২ মে, ২০২৪) সকালে উপজেলার শিবপুর ইউপির পাড়াকচুয়া, কামারের হাট, শ্রীমুখ ও নয়ারহাটে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করেন।
এসময় গাইবান্ধা -০৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক শাকিল আহমেদ বুলবুল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন এবং ঘটনাগুলোর সঠিক তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজ্বী জাকারিয়া ইসলাম জুয়েল, কামরুল হাসান ফাইহান, যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, এমপির পি.এস আতিকুর রহমান আতিক, কোচাশহর ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম, কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শামিম, শ্রমিক নেতা আব্দুল্ল্যা আল লাবিবসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ মে, ২০২৪ রোজ মঙ্গলবার উপজেলা পরিষদের নির্বাচন চলাকালে পূর্ব দ্বন্দ্বের জেরে পাড়াকচুয়ার কয়েকটি বাড়িতে ভাংচুর ও খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এছাড়াও কামারের হাট, শ্রীমুখ ও নয়ারহাটে কয়েকটি বাড়িতে দুর্বৃত্তরা ভাংচুর করে।