সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক ‘মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন গাইবান্ধা জেলার সাঘাটার ভরতখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মিজানুর রহমান মিজান । মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। মানবকল্যাণ ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠন ও জুড়ি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।
এ বিষয়ে ভরতখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মিজানুর রহমান মিজান বলেন, যে কোনো পুরস্কার প্রাপ্তি যেমন আনন্দের, পাশাপাশি কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অবশ্যই প্রেরণা জোগায় এবং এ ধরনের সম্মাননা কাজের ক্ষেত্র ও দায়িত্ব বাড়ায়। এজন্য আমি মহান আল্লাহ তায়ালার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং সবার কাছে দোয়া চাই, যেন দেশ ও সমাজের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে পারি।
গত ২৬ এপ্রিল ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মিজানুর রহমান মিজান মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পান।
এছাড়াও তিনি মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার ২০২৪, অর্জন করেছেন।