মোঃরাজু মিয়া সোহাগ:
স্টাফ রিপোর্টারঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯ নং নোহালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বর জাদু মিয়ার উপর মিথ্যা মামলা দায়ের করেন ইউপি চৌকিদার নওয়াব আলী।পর্যাক্রমে যানা যায় উক্ত এলাকায় চৌকিদাররা ও ওই এলাকার কিছু পাতি নেতা গরীব অসহায় ও গাড়ি চালক ও কর্মঠ লোকদের ওপর বিভিন্ন ধরনের কর বা চাঁদা আদায় করে।এমনো কিছু নজির আছে চৌকিদার ও এলাকার পাতি নেতারা ইউপি চেয়ারম্যান আশরাফ আলীর নাম বলে গাড়ির চাবি কেরে নিয়ে চাঁদা আদায় করেন।এমন একজন ভুক্তভোগীর কাছ থেকে শুনা যায় ৫ নং ওয়ার্ড এ কিছু লোক ও চৌকিদার তার গাড়ির চাবি নিয়ে,সাংবাদিক ও ইউএনও এর কথা বলে ৮ হাজার টাকা আদায় করেন আশরাফ চেয়ারম্যান এর বাসায়। পরবর্তীতে ৫ নং ওয়ার্ড এর মেম্বর জাদু মিয়া উক্ত বিষয় গুলো জানার পর হঠাৎ ২৫.৪.২০২৪ ইং দুপুর ১ টা ২৫ মিনিটে স্বচক্ষে চাঁদাবাজি করতে দেখেন, আলী নামের একজনের গাড়ি আটকিয়ে চাঁদা দাবি করে জয়নাল চৌকিদার।উক্ত ঘটনাস্থলে মেম্বর জাদু মিয়া উপস্থিত হয়ে চৌকিদার কে জিগ্যেস করেন কি কারনে চাঁদা চাওয়া হচ্ছে?এতে জয়নাল চৌকিদার জাদু মেম্বরকে হুমকি দেয় ও গালিগালাজ করে চেয়ারম্যান এর সহযোগিতায় গংগাচড়া থানায় জাদু মিয়ার নামে মিথ্যা বানোয়াট মামলা নওয়াব আলী চৌকিদার বাদি হয়ে দায়ের করে হেনস্হা করেন।এতে গনমাধ্যম কর্মীরা উক্ত এলাকায় ঘুরে বিভিন্ন মানুষের কাছে জিগ্যাসাবাদ করে জানতে পারেন মেম্বর জাদু মিয়ার উপরে দেওয়া মামলাটি পুরাই মিথ্যা ও বানোয়াট।এলাকার লোকেরাও উক্ত মামলাটির সঠিক তদন্ত করে চৌকিদারের মিথ্যা মামলায় ধিক্কার জানিয়েছেন।এবং এলাকাবাসী চৌকিদার এর এই মিথ্যা মামলার প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপরোক্ত বিষয়টির সঠিক বিচার চেয়েছেন