শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরকিয়াসহ ১২ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে ।
অভিযুক্ত শিক্ষকের নাম সুরুজ্জামান। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক স্ক্যান্ডালের অভিযোগ রয়েছে ।
ভুক্তভোগী মোবারক হোসেন গত সোমবার (২০ মে) শ্রীপুর থানায় তার স্ত্রী'সহ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরকিয়া ও ১২ লাখ টাকা ঘুষ নেয়ার বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এসব বিষয়ে ভুক্তভোগী মোবারক হোসেন বলেন,
বক্স পপ (মোবারক হোসেন)
অপরদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনা জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।
বক্স পপ (স্থানীয়দের বক্তব্য)
এসব বিষয়ে জানতে বিদ্যালয়ে গেলে হাজিরা খাতায় তার স্বাক্ষর পেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সহকারী প্রধান সরফুল আলম বলেন,
অপরদিকে মোবারকের স্ত্রী বিউটি আক্তারের বক্তব্য জানতে গেলে তাকে বিদ্যালয়ে খুঁজে পাওয়া যায়নি। তার বাড়িতে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন ওই লিখিত অভিযোগটি এখনও হাতে পাইনি, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।