মো.মাইনুল ইসলাম (সাভার) আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকালে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো মসজিদ মার্কেট খেয়াঘাট এলাকায় জমি-জমা সংক্রান্ত বিষয়ে পূর্ব জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেন। নিহত যুবকের নাম মো. জাহের আলী ওরফে রমজান (৩০)। তিনি ওই এলাকার মো.শওকত হোসেনের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী এবং নিহত যুবকের স্ত্রী সোহানা আক্তার জানান, কাকাবো খেয়াঘাট এলাকায় তাদের ১৮ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে বিরোধ চলে আসছিল। আজ বিকেলে সেই জমি দখলের জন্য যায় অভিযুক্ত রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮/১০ জন। পরে খবর পেয়ে নিহত রমজান তাঁর ভগ্নিপতি সেলিমকে নিয়ে সেই জমিতে যান। এসময় অভিযুক্তরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে সেলিম দৌড়ে পালাতে সক্ষম হলেও রমজানকে তারা ধরে ফেলে এবং তাঁর মাথায় কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা রমজানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ও বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ এস আই দিদারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছেন।