আজ ২৩শ মে বৃহস্পতিবার, ঠিক দুপুর সাড়ে তিনটায়, দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় ও বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে, কামারহাটি পৌরসভা থেকে জি টি রোড ধরে সিঁথির মোড় পর্যন্ত , মাননীয় মুখ্যমন্ত্রী এক বিশাল পদযাত্রা করলেন, পদযাত্রার প্রথম ভাগে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রীগণ।
এই পদযাত্রাকে ঘিরে অগণিত তৃণমূল সমর্থক পায়ে পা মেলান, এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা,পায়ে পা মেলান, আসন্ন পয়লা জুন লোকসভা ভোটকে কেন্দ্র করে এই পথযাত্রা ।
পথসভা শুরু হওয়ার অনেক আগে থেকেই কামারহাটি পৌরসভার সামনে জমায়েত হতে থাকেন অগণিত তৃণমূল সদস্য , মহিলা সদস্য, এবং লোকসভা ও বিধানসভার প্রার্থী রা, ফেস্টুন, রঙিন বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন তৃণমূল কর্মীরা।
এই পথসভা কে কেন্দ্র করে কামারহাটি থেকে সিঁথির মোড় পর্যন্ত সমস্ত যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয় ও ব্যারিকেড করেবন্ধ রাখা হয়।, কোনরকম অসুবিধে না হয় মাননীয় মুখ্যমন্ত্রীর পদযাত্রা, এবং এই পদযাত্রাকে ঘিরে অগণিত দর্শক রাস্তা দু'ধারে অপেক্ষা করতে থাকেন, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য,
পদযাত্রার মাধ্যমে একটাই বার্তা, দমদম লোকসভা ও বিধানসভা ভোটে বিপুলভাবে জয়যুক্ত করার আহ্বান। তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী সৌগত রায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কে। পদ যাত্রার আগে আগে মাইকিং এর মাধ্যমে বিভিন্ন স্লোগান দিতে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রীর পদযাত্রায়।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা