মোঃ মাহাবুব আলম
বিশেষ প্রতিনিধি :
সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব কাজী হুমায়ুন রশিদ ও বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম এসআই (নিঃ) মোঃ শাহজাহান, এসআই/সাজ্জাদ হোসাইন, এএসআই/রিকো বড়ুয়া, এএসআই/ শফিকুল, সঙ্গীয় ফোর্স সহ ইং ২৩/০৫/২০২৪ তারিখ ২৩:৩০ ঘটিকায় ইপিজেড থানাধীন হোটেল ব্লুসোম, হোটেল রেড ব্লু ও হোটেল নুর (আবাসিক) অভিযান পরিচালনা করে ১। সাজু বড়ুয়া (২৭), ২ মোঃ হাসান (২৮), ৩। রাশেদ কামাল (৩০), ৪। মোঃ সোহাগ (২১), ৫। মোঃ সোহেল হোসাইন(৩১), ৬। মোঃ নিজাম উদ্দিন, ৭। নাজমা আক্তার (২৬), ৮। বিবি কুলছুম (২১), ৯। ফাহিমা (২০), ১০। রুকসানা আক্তার(২৪), ১১। শারমিন আক্তার(২১), ১২। মুসলিমা আক্তার (১৮) দের অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।