সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানার
এসআই(নিঃ) মারফত আলী ও তার সঙ্গীয় ফোর্সসহ ২৩ মে বৃহস্পতিবার
পূবাইল থানা এলাকায় গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পূবাইল থানার ধর্ষণ মামলার একজন আসামীকে
গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ভোলা জেলার ভোলা সদর থানার মেদুয়া গ্রামের আক্তার হোসেন এর ছেলে আবির হোসেন বাবু ওরফে আশিক (১৯)। বর্তমানে জিএমপি পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের পূর্ব তালটিয়া (জয়নাল আবেদীন এর বাসার ভাড়াটিয়া)।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান,
গ্রেফতারকৃত আসামী আবির হোসেন বাবু ওরফে আশিক (১৯) মামলা নং-২০(৫)২৪ এর এজাহার নামীয় পলাতক ছিলেন।আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।