আলমডাঙ্গা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা শাখার পক্ষ থেকে জেলা যুবলীগের সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার এর সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৪মে) বিকালে আহমেদ শপিং কমপ্লেক্সে যুবলীগের অফিসে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান, সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাডভোকেট একরামুল হক, শিক্ষা বিষয়ক সচিব খায়রুল ইসলাম, দপ্তর বিষয়ক সচিব সাইদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সচিব মোঃ মঞ্জু, নির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, সোহাগ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সচিব শেখ মহিদুল ইসলামসহ প্রমুখ।
এ সময় আল-আমিন হোসেন বলেন অর্জনের গল্প গুলো যখন বলবে প্রজন্ম থেকে প্রজন্ম তখন বারবার মনে উঁকি দিবে বিরত্বগাঁথার গল্প। যতোদিন আছেন বেঁচে এই পৃথিবীতে, ভয়কে জয় করে প্রতিবাদী কন্ঠে সত্যের জয়ধ্বনি গাইতেই হবে।