1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ষষ্ঠ দফা ভোটে, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু বুথ উত্তেজনা প্রবণ সকাল থেকেই। - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ম্যাটসের নাম পরিবর্তন করে ‘মেডিকেল ইন্সটিটিউট, নাম দিয়েছে শিক্ষার্থীরা ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার-১, রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির শাহজাদপুরে বিএনপি’র কান্ডারী ও অভিভাবক ড. এম এ মুহিতকে সামনে রেখে কর্মী হয়ে বিএনপি’র নেতাকর্মীদের সেবা করতে চাই নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু দুর্ভিক্ষে মানুষ কচু ঘেচু আটার ঝাউ তৈরী করে খেয়েছেঃ আবু বক্কার রঞ্জু বান্দরবান সুয়ালক ইউনিয়নের তুলাতলী এলাকায় আওয়ামী ফ্যাসিষ্টদের দোসর কতৃক চাঁদাদাবী ও কাজে বাঁধাদানের প্রতিবাদে মানববন্ধন শিবচরে হাইটেক পার্ক প্রকল্প স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি

ষষ্ঠ দফা ভোটে, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু বুথ উত্তেজনা প্রবণ সকাল থেকেই।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

আজ ২৫শে মে শনিবার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় চলছে ভোট গ্রহণ, সকাল থেকেই বেশ কয়েকটি বুথ উত্তেজনা প্রবণ,

তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদল বিধানসভা ২১৮ নম্বর বুথের সিপিআইএম পোলিং এজেন্ট কে পোলিং বুথ থেকে বার করে দেয় সেক্টর অফিসার ও প্রিসারডিং অফিসার। ঘটনাস্থলে পৌঁছায় তমলুক লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী কমরেড সায়ন ব্যানার্জি।

রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ, চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কের , গো ব্যাক স্লোগান, ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের সামনে, বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ,পুলিশ নীরব দর্শক।

কাঁথি লোকসভা কেন্দ্রে পটাশপুর ভোটারদের ভোট দিতে যেতে বাধা বিজেপি কর্মীদের হুমকির ও মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয় দুই ভোটারকে। নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর ১৫ নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

ঘাটাল চন্দ্রকোনার কেশপুরের আনন্দপুর থানার খেরিয়া বালিয় এলাকায় বিক্ষোভ, প্রার্থীর গাড়ি আটকে বাঁশ ও লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীদের।

সকাল নটা দশ নাগাদ শান্তি কুঞ্জ থেকে ভোটদানের জন্য রওনা দিলেন , বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে।

পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাঁটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়া গান্ধী বিদ্যাপীঠে এ বছর নির্বাচন কমিশনের উদ্যোগে গোলাপী ভোটকেন্দ্র করা হয়েছে, চারাগাছ ও বেলুন দিয়ে পুরোপুরি স্কুল যত সাজানো হয়েছে।

নন্দীগ্রামের গড় চক্রবেরিয়াতে সাধারণ মানুষকে মারার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে , মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল এক বৃদ্ধের ২৩৫ নম্বর বুথে,

ভোট শুরুর আগে গতকাল রাতে মৃত্যু হল এক তৃণমূল নেতার, নাম শেখ সঈদুল ৪২। বাড়ি মহিষাদল, অভিযোগের তীর বিজেপির দিকে।

তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া বিধানসভার ১৫২ ও ১৫৩ নম্বর বুথ পরিদর্শনে লোকসভা জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি।

ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেরিয়া বালি এলাকায় বিক্ষোভ, প্রার্থী হিরনময় চ্যাটার্জির গাড়ি আটকে বাস ও লাঠি হাতে বিক্ষোভ, তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীদের।

দাসপুর এক নম্বর ব্লকের ,বেশ কিছু এলাকা সহ জয় কৃষ্ণপুর ও সেকেন্দারী এলাকার বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সকাল থেকে কোন রকম বিশৃঙ্খলা ঘটেনি, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোট দাতারা , সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

লোকসভা ভোটে ,ভোটদাতাদের কোনভাবেই মোবাইল ব্যবহার করতে নিষেধ করছেন ,এমন কি মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। যদি কেউ ভুল করে মোবাইল নিয়ে আসেন, তাদেরকে অন্য কোথাও জমা রাখতে বলা হচ্ছে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি