মোঃ সালাউদ্দিন:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় তৃতীয় দফায় ভোটগ্রহণের জন্য কর্মকর্তাদের সাথে ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে
শনিবার (২৫ মে) দুপুরে মহালছড়ি সরকারি কলেজ অডিটরিয়ামে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং-এ মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পারভিন খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার উপজেলা নির্বাচন কেন্দ্রিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
যা আমাদের দেশীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ও ২য় ধাপ আমরা সফলতার সাথে সম্পন্ন করেছি।
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তারা তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছিলেন।
এবং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাব ১ম ও ২য় ধাপের মত ৩য় ধাপের নির্বাচনেও আপনারা যেই গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছেন আপনাদের যেন নিষ্ঠা, সততা থাকে এবং আপনারা পেশাদারিত্বের সাথে সেটা পালন করবেন।
কোনরকম পক্ষপাত দুষ্ট না হয়ে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন।
খাগড়াছড়ি জেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আছে।
তাই নিষ্ঠার সাথে এবং নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করবেন।
আমরা সবাই মিলে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে উপজেলা পরিষদ নির্বাচন ১ম ও ২য় ধাপের মত ৩য় ধাপের নির্বাচনেও খাগড়াছড়ি জেলা বাসিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব।
সর্বপ্রকার ভয়ভীতির উর্ধ্বে থেকে আপনারা দায়িত্ব পালন করবেন।
এসময় খাগড়াছড়ি জেলার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম অঞ্চল ও রির্টার্নিং অফিসার রাজু আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।