জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার পৌরসভাস্থ ০২নং ওয়ার্ডের নতুন বাহার ছড়া ০৬নং ঘাট টিকেট কাউন্টারের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পায় র্যাব-১৫। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দল। আটককৃত ব্যক্তিদ্বয়ের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় উপস্থিতি স্বাক্ষীদের তাদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ০১ (এক) টি দেশীয় তৈরি এলজি উদ্ধারসহ ০১টি বাটন ও ০১টি এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃদের বিস্তারিত পরিচয়-
ক) মোঃ রফিক (৩০), পিতা- আবু তৈয়ব, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-নয়াপাড়া, কেরুনতলী, হোয়ানক, ৭নং ওয়ার্ড, হোয়ানক ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
খ) সরোয়ার আজম @ সরোয়ার (৩৮), পিতা-মোঃ আলম, মাতা-রশিদা বেগম, সাং-কাশেম আলী কাটা, উত্তর কুল, ৪নং ওয়ার্ড, ছোট মহেশখালী ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
৪। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দু’জন অস্ত্র কেনা-বেচার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। গ্রেফতারকৃত দু’জনই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। সে সুবাদে তারা পরস্পর যোগসাজশে মহেশখালী থেকে বিভিন্ন মাধ্যমে দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করে থাকে। পরবর্তীতে তা কক্সবাজারের সদরের বিভিন্ন দুষ্কৃতিকারী বিশেষ করে পযর্টন নগরীর বিভিন্ন কিশোর গ্যাং, ছিনতাইকারী, ডাকাতসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত অপরাধীদের নিকট অর্থের বিনিময়ে সরবরাহ করতো বলে জানায়।
৬। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।