হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুইশত ১০ গ্রাম গাঁজা উদ্ধার সহ মনসুর আলী (৪০) নামে এক গাঁজা ব্যবসায়ী কে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছেন হরিপুর থানা পুলিশ। সে হরিপুর উপজেলার দেহট্ট গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে থানার এস আই রাজু সহ সংঙ্গীয় পুলিশ নিয়ে শুক্রবার রাতে দেহট্ট গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় মাদক আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার আসামী ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।