স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পরিবেশক সমিতির ৩য় বার্ষিক সাধারন সভা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় পরিবেশক সমিতির আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সহ-সভাপতি রিপন দেব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক আরিফ জাহান মামুন,সহ সম্পাদক বাদল চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক সুমন শাহ,সিনিয়র সদস্য তাশহিজ,বিনয় ভূষন বণিক,হাজী আব্দুল মজসিব মিয়া ও গোপাল চন্দ্র তালুকদার প্রমুখ।